ভারতের মাটিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন অ্যাশটন টার্নার। যার ফলে চলতি আইপিএলে তাকে নিয়ে কাড়াকাড়ি পরে যায়। শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।
কিন্তু কয়েকমাসের ব্যবধানে লজ্জার রেকর্ড গড়েছেন টার্নার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন টার্নার। এই পাঁচ ইনিংসের চারটিতেই গোল্ডেন ডাক মেরেছেন তিনি।
আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই গোল্ডেন ডাক মেরেছেন টার্নার। তবে এর আগে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, বিগ ব্যাশে নিজ দল পার্থ স্কোচার্সের হয়ে শূন্য রানে ফিরেছিলেন।
এবার আইপিএলে টানা তিন ম্যাচেও শূন্য রানেই ফিরেছেন তিনি। ভারতের বিপক্ষে সেই ম্যাচে পাঁচ বল খেলে শূন্য রানে ফিরেছিলেন টার্নার। এরপরের চার ম্যাচেই গোল্ডেন ডাক মেরেছেন তিনি।