দিল্লিকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে কলকাতা

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ১২ এপ্রিল শুক্রবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।

আইপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে কলকাতা। ৬ ম্যাচের ৪টিতে জয় ও ২টিতে হেরেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা।

অন্যদিকে ৬ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ৩টিতে হেরেছে দিল্লি। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে অবস্থান করছে তারা। পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান ধরে রাখতে আজ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে রাসেল-নারিনরা।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উথাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীয়ূষ চাওলা, কুলদীপ যাদব, হ্যারি গার্নি, প্রসিদ্ধ কৃষ্ণ।