নওশীনকে নিয়ে বোমা ফাটালেন হিল্লোলের সাবেক স্ত্রী তিন্নি

গত বুধবার বিকেলে সঙ্গীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি, তার পরিবার এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মিলা জানান, সানজারির সঙ্গে অনেক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। অভিনেত্রী নওশীন নাহরিন মৌ-এর সঙ্গেও ছিল তার অনৈতিক সম্পর্ক। বিষয়টি জানতে পেরে তিনি ফোনও করেন নওশীনকে। সংবাদ সম্মেলনে সেই ফোন রেকর্ড সাংবাদিকদের শোনান তিনি।

মিলা বলেন, ‘সানজারি ছাড়া পাওয়ার পর আমি যখন পুনরায় সংসার চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, তখন তার পরিবারের সদস্যরা আমার নামে বাজে কথা ছড়িয়ে নিজেদের অসহায় হিসেবে উপস্থাপন করছিলো। অথচ ভেতরে ভেতরে নওশীনের সঙ্গে এসব করে বেড়াচ্ছিলো সানজারি। একটা ছেলে কতটা খারাপ হতে পারে, একটা পরিবার কতটা খারাপ হতে পারে, তাদেরকে না দেখলে বুঝতাম না।’

এমন সংবাদ প্রকাশের পর শোবিজ অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সব জায়গায় চলছে নানা সমালোচনা। তখনি নওশীনকে নিয়ে বোমা ফাটালেন নওশীনের স্বামী হিল্লোলের সাবেক স্ত্রী তিন্নি।

দেশের একটি অনলাইন গণমাধ্যমে দেয়া ভিডিও সাক্ষাৎকারে তিন্নি বলেন, আজ মিলার সংসারে নওশীন যেটা করলো ঠিক আমার সময়ে সে (নওশীন) এটাই করেছে। সে হিল্লোলকে সাপোর্ট দিতে গিয়ে বিয়েই করে ফেললো। এখন সে মিলার স্বামী সানজারিকে একপ্রকার সাপোর্ট দিচ্ছে। পরে কী হতে পারে বলা যায় না! আসলে নওশীন নিজেই একটা ‘ক্যারেক্টার’।

তিন্নি বলেন, আমারো একটা মেয়ে আছে। মেয়েদের কষ্টগুলো আমি বুঝি। আল্লাহ না করুক আমার মেয়ের ক্ষেত্রেও এমন কিছু হতে পারে। আর আমার মেয়ে হিল্লোলেরও মেয়ে। যেহেতু একসময় আমরা একসাথে সংসার করেছি। তো হিল্লোলেরও এটা বুঝা উচিত ছিলো।

তিনি বলেন, মিলার মত আমিও দ্বিতীয় সংসারে ভালো নেই। এজন্য কষ্টটা আরো বেশি ফিল করেছি। দ্বিতীয় সংসারেও আমার একটা মেয়ে আছে, অবশ্য সে আমার সাথে থাকে না।