নববর্ষ উপলক্ষে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় লেকে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম দুলাল বড়ুয়া (১৭)। দুলাল উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের ডাকভাঙ্গা এলাকার বিদু বড়ুয়ার ছেলে। সে কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার উপবন লেকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুলাল।
স্থানী সূত্র জানিয়েছে, দুপুর ২টার দিকে উপজেলার উপবন লেকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুলাল। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন পার্শ্ববর্তী রামু উপজেলার ফায়ার সার্ভিস দলকে খবর দেয়। তবে ডুবুরি না থাকায় অনুসন্ধান চালাতে পারেনি তারা। এরপর চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে রাত নয়টার দিকে লেক থেকে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, সাঁতার না জানার কারণে দুলাল লেকে ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।