নারীর শরীরে ট্যাটু আঁকার অশ্লীল ভিডিও প্রকাশ, গ্রেপ্তার যুবক

সম্প্রতি নারীর শরীরে ট্যাটু আঁকার অশ্লীল ভিডিও তৈরি এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটে প্রকাশ করার অভিযোগে মো. তরিকুল ইসলাম বাদশাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এখন সেই নারীকে খুঁজছে পুলিশ।

এদিকে গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে আটক করে তাকে। ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পর্নোগ্রাফি আইনে ডিএমপির রমনা থানায় মামলা দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বাদশাহকে। মামলার অপর আসামি সে নারী পলাতক থাকলেও তাকে খুঁজছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গ্রেপ্তারকৃত বাদশাহ নিজেকে একজন ট্যাটু আর্টিস্ট হিসেবে পরিচয় দেন। সম্প্রতি এক নারীর শরীরে ট্যাটু আঁকার একটি আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও নিজের পরিচালিত ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে এডিসি নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি ফেসবুকে এক নারীর দেহের নিম্নাংশে একজন পুরুষের মেসেজ করে দেয়ার ভিডিও এবং এ সময় কুরুচিপূর্ণ কথা বলার ভিডিও ভাইরাল হয়।’

‘সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে জানতে পারে, তরিকুল বাদশাহ্‌ নামের এক ট্যাটু তৈরিকারক নিজের স্টুডিওতে অশ্লীল ভিডিও তৈরি করে এবং ট্যাটু স্টুডিও নিউ মার্কেট ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে।’

‘সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়। এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও নিঃসন্দেহে নিরাপদ ইন্টারনেটের জন্য হুমকি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’