নায়িকা পূর্নিমার পান বিক্রির ভিডিও ভাইরাল

ঢালিউডে জনপ্রিয় নায়িকাদের একজন পূর্নিমা। অসংখ্য ছবি রয়েছে তার যা হয়েছে দর্শকপ্রিয়। অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই পূর্নিমা এখন বিক্রি করছেন পান!

হ্যা, নায়িকা পূর্নিমার পান বিক্রির একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ৭ এপ্রিল নিজের ফেসবুকে এই ভিডিওটি আপলোড করেন পূর্নিমা। ক্যাপশন লিখেন পানওয়ালি।

ভিডিওতে দেখা গেছে নায়ক ফেরদৌস ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকেও।

সম্প্রতি জামালপুরে একটি অনুষ্ঠান শেষে ঢাকা ফেরার সময় যাত্রা পথে কিছুটা বিরতি নিতে গিয়ে এমন মজা করেন পূর্ণিমা, ফেরদৌস ও ইভান শাহরিয়ার।