আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ১৫ এপ্রিল দল ঘোষণা করে ভারত। সেই দলে জায়গা পাননি ৩৩ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বিজয়ের চেয়ে রাইডুর ফর্ম অনেক ভালো। কিন্তু এরপরেও দলে জায়গা পাননি রাইডু। রাইডুকে দলে না নিয়ে বিজয়কে দলে নেওয়ার কারণ হিসেবে ভারতীয় প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ‘ব্যাপারটা এমন নয় যে রাইডু যোগ্য নয়। আসলে ব্যাপারটা হলো বিজয়ের পক্ষে যে ব্যাপারটি গেছে তা হলো, বিজয় দলে ত্রিমাত্রিক (থ্রি ডাইমেনশনাল) সার্ভিস দিয়ে থাকে। ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে, ফিল্ডিংটাও তার দুর্দান্ত।’
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রধান নির্বাচকের এই ত্রিমাত্রিক সার্ভিস বিষয়ক যুক্তির বিপরীতে খোঁচা মারলেন রাইডু। তিনি টুইটারে লিখেন, ‘বিশ্বকাপ দেখার জন্য মাত্রই একটা থ্রি ডাইমেনশনাল চশমা অর্ডার করলাম (যেহেতু শঙ্কর ত্রিমাত্রিক সার্ভিস দেখাবে)।’