সম্প্রতি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সাথে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি মাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্য দল গোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তাদের সেই ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। কিন্তু দল ঘোষণার পর অসুস্থ্য হয়ে পড়েন সাদাব।
এরপর চিকিৎসকের শরনাপন্ন হন পাকিস্তানি অলরাউন্ডার সাদাব খান। আর সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রক্তে ভাইরাস ধরা পড়ে।
আর তাতে ছিটকে যান ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়েন্টি সিরিজ থেকে। তবে আশার বাণী শুনিয়েছেন তার ডাক্তার। ইংল্যান্ড সিরিজে না থাকলেও সরফরাজদের সাথে বিশ্বমঞ্চে তাকছেন এই পাকিস্তানি তরুণ।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সাদাব ছিটকে যাওয়ায় ডাক পেয়েছেন বিস্ময়কর স্পিনার ইয়াসির শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, ‘শাদাব খান বিশ্রামে থাকায় আসন্ন ইংল্যান্ড সিরিজে ইয়াসির শাহকে স্কোয়াডে ডাকা হয়েছে। ইংল্যান্ডের মাটিতে ও দারুণ কিছু করবে।’
এদিকে ইয়াসির আলী সাধারনত টেস্ট স্পেশালিস্ট। কিন্তু এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন শিকার করেছেন ২৩ উইকেট।
পাকিস্তানের স্কোয়াডঃ
সরফরাজ আহমদ, আবিদ আলী, বাবর আযম, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল হক, শোয়েব মালিক, জোনায়েদ খান, মোহামম্দ হাফিজ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আমির, ইয়াসির শাহ ও শাহীন শাহ আফ্রিদি।