সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন ইয়াসির আলী। পাকিস্তানে অনুষ্ঠিত ইমার্জিং কাপে দুর্দান্ত খেলেছিলেন তিনি। এরপর সেই আলো ছড়ানো অব্যাহত রাখেন বিপিএলে।
বিপিএলে তার পারফর্মেন্স সবচেয়ে বেশি আলোতে আসে। চিটাগাং ভাইকিংসের হয়ে প্রতিটা ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করার সুবাধে মিডিয়া, ভক্ত ও নির্বাচকদের চোখে পড়েন এই তারকা। এরপরই তাকে নিয়ে মাতামাতি শুরু হয়।
বিপিএলে করা পারফর্ম সে ধরে রাখে চলতি ঘরোয়া লিগ ডিপিএলেও। আর ধারাবাহিক এই পারফর্মেন্সের পুরষ্কারও পেলেন এবার। ডাক পেলেন জাতীয় দলে। আয়ারল্যান্ড সফরের জন্য দলে জায়গা পেয়েছেন এই তারকা।
তবে তার ভাগ্য আরও খুলে যাবে যদি এই সফরে সে ভালো পারফর্ম করতে পারে। তাহলে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডেও জায়গা হয়ে যেতে পারে তার।