আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মোসাদ্দেক।
এরপর আগে দল জায়গা পাননি তিনি। মূলত চলতি ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করার কারণেই বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন তিনি। ডিপিএলে ১২ ম্যাচ খেলে ৪২৮ রান করেছেন মোসাদ্দেক। সেই সুবাদেই প্রথমবারের মত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। দলে জায়গা পেয়ে বেশ অবাকই হয়েছেন মোসাদ্দেক।
তিনি বলেন, ‘ঘুম থেকে ওঠার পর যখন শুনলাম তখন স্বাভাবিকভাবেই অবাক হয়েছি। আমারও একটা ধারণা ছিল হয়তো থাকতেও পারি নাও থাকতে পারি। শোনার পর অবশ্যই অনেক ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন।’
তিনি আরো বলেন, ‘যখন থেকে খেলা শুরু করি তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। সব বড় টুর্নামেন্টের দিকেই সবসময় ফোকাস থাকে। আমিও সেইভাবে চিন্তা করেছি যে বিশ্বকাপে খেলব, বাংলাদেশের জন্য ভালো কিছু করব। আমি ১৫ জনের দলে আছি, আমি চেষ্টা করব সুযোগ পেলে ভালো কিছু করার।’