আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে একজন হলেন পেসার মোস্তাফিজুর রহমান।
২০১৫ বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মোস্তাফিজ। এবারের দেশের হয়ে প্রথম বিশ্বকাপে খেলবেন মোস্তাফিজ।
কিন্তু এরপরেও রোমাঞ্চিত নন মোস্তাফিজ। তিনি বলেন, ‘জীবনের প্রথম বিশ্বকাপ খেলব। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছি। এবার ওয়ানডে বিশ্বকাপে খেলব, এই আর কি।’