বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এই দল ঘোষণা করা হয়। বিশ্বকাপের স্কোয়াডে প্রত্যাশিত ভাবেই রয়েছেন বড় সব তারকা। এই স্কোয়াডে দুই একটা চমক। সেই চমক হলেন আবু জায়েদ রাহি।
গুঞ্জনকে সত্যি করে বড় কোন পরিবর্তন ছাড়াই খেলোয়াড়দের নাম জানালেন মিনহাজুল আবেদী নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সমন্বয়ে নির্বাচক কমিটি। এই স্কোয়াডে যায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটা ইমরুল কায়েস।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত বিশ্বকাপের দল কেমন হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে ছিল না ইমরুল কায়েসের নাম। তারপর থেকেই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত পাপনের ইঙ্গিতই সত্যি হল। জায়গা পেলেন না ইমরুল।
কিন্তু কেন? সাংবাদিকদের প্রশ্নের ব্যাখ্যা প্রধান নির্বাচক যা বললেন, ফর্ম কিংবা ফিটনেস নয়, ইমরুলকে নেয়া হয়নি ডানহাতি-বামহাতি কম্বিনেশন রাখার জন্য।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, যেহেতু ওপেনিংয়ে তামিমের জায়গা পাক্কা। তাই তার সঙ্গী হিসেবে একজন ডানহাতিকেই নিতে চায় টিম ম্যানেজমেন্ট।
তিনি বলেন, ‘আমাদের বিশ জনের যে পুল আছে সেটার মধ্যে ও আছে। টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে ডানহাতি এবং বামহাতি ব্যাটসম্যানের একটা কম্বিনেশন চাচ্ছিলেন। সেই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে।’
বাংলাদেশ বিশ্বকাপ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।
এদিকে, আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। ২৪ মে থেকে শুরু ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। যেখানে প্রতিদিন ২টি করে ম্যাচ খেলবে দলগুলো। ৩০ মে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বের খেলা। ২৬ মে পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি পর্ব। আর ২৮ মে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।