ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ দল

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। আর সেই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। নতুন কোচ জেমি ডে’র অধীনে দীর্ঘদিন পর ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯০ এর ঘর থেকে বের হয়েছে বাংলাদেশ দল।

নতুন র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ দল। মূলত সর্বশেষ কম্বোডিয়ার বিপক্ষে জয়ের পরের বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯০৯। নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৮তম।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছে বেলজিয়াম। দ্বিতীয়স্থানে আছে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স ও তৃতীয়স্থানে আছে ব্রাজিল।