ফের অশ্বিনের ম্যানকাডের চেষ্টা, পাল্টা জবাব দিলেন ব্যাটসম্যান

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ ম্যাচে এক বিতর্কের জন্ম দেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে ‘ম্যানকাড’ আউটের ফাঁদে ফেলে সাঝঘরে পাঠান তিনি।

আর অশ্বিনের এমন কাণ্ডে সমালোচনা কম হয়নি। বিশ্ব ক্রিকেটের সাবেক ক্রিকেটাররাসহ আরো অনেকেই অশ্বিনের সমালোচনা করেন। কিন্তু এরপরেও সেই পথেই হাঁটলেন অশ্বিন। ফের ‘ম্যানকাড’ আউটের চেষ্টা করেন তিনি।

গতকাল দিল্লির ফিরোজ শাহ কোটলায় দিল্লির বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে ঘটনাটি ঘটে। দিল্লির ইনিংসের ১৩তম ওভারে নন স্ট্রাইকে থাকা শিখর ধাওয়ানকে ‘ম্যানকাড’ আউটের চেষ্টা করেন অশ্বিন। কিন্তু সতর্ক থাকায় আউট হননি ধাওয়ান।

এরপর অশ্বিনকে পাল্টা জবাব দেন ধাওয়ান। অশ্বিন যখন পরের বলটি করার জন্য রান আপ নিতে যান তখন শিখর ক্রিজে হাঁটু মুড়ে বসে মজা করতে থাকেন এবং অশ্বিন বল করতে আসলে একধরনের ঠাট্টারচ্ছলেই নাচের ভঙ্গিতে ক্রিজ ছেড়ে বেড়িয়ে যাওয়ার অভিনয় করেন।