বাংলাদেশের বিশ্বকাপ দলে ১৩ জন চূড়ান্ত

আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যে অংশগ্রহনকারী দলগুলো স্কোয়াড ঘোষণা শুরু করে দিয়েছে। আজ ১৬ এপ্রিল মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে পারফরম করতে কারা ইংল্যান্ডের বিমান ধরছেন তা জানা যাবে দুপুর সাড়ে সাড়ে বারোটায়। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।

ইতিমধ্যে জানা গেছে, স্কোয়াডের ১৩ জন চূড়ান্ত হয়ে গেছেন। তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন।

এরা সবাই নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত বলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের কারো পারফরম্যান্স খারাপ হলেও গুরুত্ব কমেনি টিম ম্যানেজমেন্টের কাছে। এদের অনেকের অবশ্য চোটাঘাত আছে। তবে কারোরই ইনজুরি স্কোয়াডের বাইরে থাকার মতো নয়।

কিন্তু দুটি জায়গা নিয়ে সংশয় আছে। তা নিয়ে কাজ করছেন কোচ-নির্বাচকেরা। নির্ধারিত সময়েই তা পরিষ্কার হয়ে যাবে।