বিশাল ধাক্কা খেল সানরাইজার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের সেরা তারকা হলেন দলটির দুই ওপেনার ওয়ার্নার ও বেয়ারস্টো। এই দলটির এবারের আসরের ব্যাটিংয়ের মুল স্তম্ভই হল এরা দুজন।

কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য দুঃসংবাদ হয়ে আসতেছে এই দুই তারকার একজন। তার নাম জনি বেয়ারস্টো। আর মাত্র ২টি ম্যাচেই পাচ্ছে এই তারকাকে।

ইংল্যান্ড বিশ্বকাপ ক্যাম্প শুরু করেছে। সেজন্য তারা তাদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ডেকে নিচ্ছে। এরই মধ্যে চলে গেছে কলকাতার তারকা জো ডেনলি। তবে হায়দ্রাবাদের বেয়ারস্টো যাবে আর দুই ম্যাচ পর। আগামী ২৩ তারিখের পর আর আইপিএলে দেখা যাবেনা তাকে।