বিশ্বকাপের আগে কপাল খুললো ফরহাদ রেজার

আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে সব প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ দল। এরই মধ্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তার আগে ১ মে আয়ারল্যান্ডে তিন জাতি টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা মাশরাফিদের। তিন জাতি টুর্নামেন্টের জন্য বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে আরও ২ ক্রিকেটার যোগ করে ১৭ জনের স্কোয়াড চূড়ান্ত করে বিসিবি।

এদিকে তিন জাতি টুর্নামেন্টের জন্য আরও দুই ক্রিকেটারকে অন্তভুক্ত করেছে বিসিবি। বিসিবি জানিয়েছে, ঘরোয়া লীগের পারফরমার অলরাউন্ডার ফরহাদ রেজার সঙ্গে ইনজুরি থেকে মাঠে ফেরা তাসকিন আহমেদও যেতে পারেন। এ জন্য মিরপুরের ক্যাম্পে ডাকা হয়েছে তাদের।

বিষয়টি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ১৯ জনের স্কোয়াড যাবে। ফরহাদ রেজা ছাড়াও তাসকিন আর শফিউলের মধ্য থেকে যে কোনো একজন যেতে পারে। তবে নির্বাচকপ্রধান দ্বিতীয় নামটি না বললেও বিভিন্ন সূত্রে জানা গেছে, তাসকিনের যাওয়ার সম্ভাবনাই বেশি।

আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে নতুন করে ডাকা হয়েছে চার পেসার। পেসার শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ হোসেন ও ফরহাদ রেজা। আর তাদের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তারা জাতীয় দলের খেলোয়াড়দের নেট সেশনে সহযোগিতা করবেন তারা।

মূলত, ব্যাটসম্যানদের আয়ারল্যান্ডের কন্ডিশনের অনুভূতি দিতেই নয়জন পেস বোলার রাখা হচ্ছে নেটে। বিশ্বকাপের বিকল্প তালিকায় থাকা এই চার বোলারকে প্রস্তুত থাকতে এক প্রকার বার্তাও দেওয়া হচ্ছে নেটে ডাকার মধ্য দিয়ে।

কেননা জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনই (২২ এপ্রিল) দুশ্চিন্তার কথা জানিয়ে রেখেছিলেন কোর্টনি ওয়ালশ। তিনি জানিয়েছেন, সাইফউদ্দিন, রুবেল আর মুস্তাফিজের ছোটখাটো ইনজুরি রয়েছে। তাছাড়া ত্রিদেশীয় সিরিজের পরীক্ষায় ফরহাদ-তাসকিন ভালো করলে বিশ্বকাপ স্কোয়াডের পেস বোলিং ইউনিটে একটা পরিবর্তনের সুযোগ থাকবে বোর্ডের হাতে। কারণ আইসিসি ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ রেখেছে।