বিশ্বকাপ নিকটে। আগামী মে মাসের ৩০ তারিখে বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সপ্তাহ দু-এক আগেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের আমেজ। প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে যাবে দল গুলোর মধ্যে।
এই সময়ে এসে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো। তাদের একাদশে আছেন যারা-
১. ডেভিড বুন
২. অ্যাডাম গিলক্রিস্ট
৩. রিকি পন্টিং
৪. মার্ক ওয়াহ
৫. স্টিভ ওয়াহ
৬. মাইকেল বেভান
৭. অ্যান্ড্র সাইমনডস
৮. শেন ওয়ার্ন
৯. মিশেল স্টার্ক
১০. ক্রেইগ মেকডেরমট
১১. গ্লেন ম্যাকগ্রাহ