চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের ফেভারিট দলের নাম জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
আসন্ন বিশ্বকাপে তিনি পাঁচটি দলকে ফেভারিট মানছেন। তবে এ তালিকায় জায়গা হয়নি পাকিস্তান ও উইন্ডিজের। ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে ফেভারিট মানছেন চ্যাপেল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি গ্রীষ্মে আর্দ্রভাব থাকে, তবে যে দলের পেস আক্রমণ ভালো তারা বড় সুবিধা পাবে, ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হবে। আর যদি শুকনো গ্রীষ্ম থাকে, তবে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পবে। বৈচিত্র্যপূর্ণ আক্রমণ জেনুইন পেস এবং স্পিনের সমন্বয় যাদের থাকবে, তারা সম্ভবত ফাইনাল খেলবে।’
তিনি আরো বলেন, ‘চোটের কথা বাদ দিলেন, এই মানদণ্ডে সবচেয়ে ভালো মানানসই হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। এই পাঁচ দলই সম্ভাব্য চ্যাম্পিয়ন। আমি মোটেই অনেকটা শক্তিশালী হয়ে যাওয়া উইন্ডিজ আর ভীষণ আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে এই তালিকায় রাখব না।’