বিশ্বকাপে বাংলাদেশের বড় শক্তি টুয়েলভথ ম্যান : রমিজ রাজা

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

এদিকে বিশ্বকাপে বাংলাদেশ দলের শক্তির জায়গা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। বাংলাদেশের সমর্থকদের নিয়েই কথা বলেছেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের আরেকটা খুবই বড় পজিটিভ দিক, প্লাস পয়েন্ট ও শক্তির জায়গা আছে সেটা হলো বাংলাদেশের সমর্থকরা। অতুলনীয়, ক্রিকেটের জন্য পাগল সমর্থকরা বাংলাদেশ ভালো করুক আর না করুক মাঠে বড় বহর নিয়ে হাজির হয়। গ্যালারিতে রঙ ছড়িয়ে দিয়ে কোন না কোন ভাবে সমর্থকরা দলকে বাধ্য করে দেয় ভালো খেলতে।’

তিনি আরো বলেন, ‘পজিটিভ অর্থে বলতে গেলে আমার মনে হয়, বাংলাদেশ একারণেও ভালো খেলে যে তাঁরা মাঠে থাকা দর্শকদের হতাশ করতে চায় না। তো খুবই বড় এক পজিটিভ দিক বাংলাদেশ দলের জন্য তাঁদের সমর্থকরা। এবং সমর্থকরা শক্ত ‘টুয়েলভথ ম্যান’ এর ভূমিকা পালন করবে।’