বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিন এক নজরে

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। ২৬ মে কার্ডিফে হবে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। আর ২৮ মে বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করবে বাংলাদেশ। এরই মধ্যে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এই দল ঘোষণা করা হয়। বিশ্বকাপের স্কোয়াডে প্রত্যাশিত ভাবেই রয়েছেন বড় সব তারকা। এই স্কোয়াডে থাকবে দুই একটা চমক। সেই চমক হলেন আবু জায়েদ রাহি।

বাংলাদেশ বিশ্বকাপ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

এদিকে, আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। ২৪ মে থেকে শুরু ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। যেখানে প্রতিদিন ২টি করে ‌ম্যাচ খেলবে দলগুলো। ৩০‌ মে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বের খেলা। ২৬ মে পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি পর্ব। আর ২৮ মে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।

বিশ্বকাপের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু সময়

৩০ মে ইংল্যান্ড-দ.আফ্রিকা দ্যা ওভার ৩.৩০

৩১ মে উইন্ডিজ-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ ৩.৩০

১ জুন নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা কার্ডিফ ৩.৩০

১ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া ব্রিস্টল‌ ৬.৩০

২ জুন দ.আফ্রিকা-বাংলাদেশ দ্যা ওভাল ৩.৩০

৩ জুন ইংল্যান্ড-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ ৩.৩০

৪ জুন আফগানিস্তান-শ্রীলঙ্কা কার্ডিফ ৩.৩০

৫ জুন দক্ষিণ আফ্রিকা-ভারত হ্যাম্পশায়ার ৩.৩০

৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্যা ওভাল ৬.৩০

৬ জুন অস্ট্রেলিয়া-উইন্ডিজ ট্রেন্ট ব্রিজ ৩.৩০

৭ জুন পাকিস্তান-শ্রীলঙ্কা ব্রিস্টল ৩.৩০

৮ জুন ইংল্যান্ড-বাংলাদেশ কার্ডিফ ৩.৩০

৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড টাউন্টন ৬.৩০

৯ জুন ভারত-অস্ট্রেলিয়া দ্যা ওভাল ৩.৩০

১০ জুন দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ হ্যাম্পশায়ার ৩.৩০
১১ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ব্রিস্টল ৩.৩০

১২ জুন অস্ট্রেলিয়া-পাকিস্তান টাউন্টন ৩.৩০

১৩ জুন ভারত-নিউজিল্যান্ড ট্রেন্ট ব্রিজ ৩.৩০

১৪ জুন ইংল্যান্ড-উইন্ডিজ হ্যাম্পশায়ার ৩.৩০

১৫ জুন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দ্যা ওভাল ৩.৩০

১৫ জুন দ.আফ্রিকা-আফগানিস্তান কার্ডিফ ৬.৩০

১৬ জুন ভারত-পাকিস্তান ওল্ড ট্রাফোর্ড ৩.৩০

১৭ জুন ইউন্ডিজ-বাংলাদেশ টাউন্টন ৩.৩০

১৮ জুন ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ড ট্রাফোর্ড ৩.৩০

১৯ জুন নিউজিল্যান্ড-দ.আফ্রিকা এজবাস্টন ৩.৩০

২০ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেন্ট ব্রিজ ৩.৩০

২১ জুন ইংল্যান্ড-শ্রীলঙ্কা হেডিংলি ৩.৩০

২২ জুন ভারত-আফগানিস্তান হ্যাম্পশায়ার ৩.৩০

২২ জুন উইন্ডিজ-নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ৬.৩০

২৩ জুন পাকিস্তান-দ. আফ্রিকা লর্ডস ৩.৩০

২৪ জুন বাংলাদেশ-আফগানিস্তান হ্যাম্পশায়ার ৩.৩০

২৫ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস ৩.৩০

২৬ জুন নিউজিল্যান্ড-পাকিস্তান এজবাস্টন ৩.৩০

২৭ জুন উইন্ডিজ-ভারত ওল্ড ট্রাফোর্ড ৩.৩০

২৮ জুন শ্রীলঙ্কা-দ.আফ্রিকা ডারহাম ৩.৩০
২৯ জুন পাকিস্তান-আফগানিস্তান হেডিংলি ৩.৩০

২৯ জুন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস ৬.৩০

৩০ জুন ইংল্যান্ড-ভারত এজবাস্টন ৩.৩০

১ জুলাই শ্রীলঙ্কা-উইন্ডিজ ডারহাম ৩.৩০

২ জুলাই বাংলাদেশ-ভারত এজবাস্টন ৩.৩০

৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ডারহাম ৩.৩০
৪ জুলাই আফগানিস্তান-উইন্ডিজ হেডিংলি ৩.৩০

৫ জুলাই পাকিস্তান-বাংলাদেশ লর্ডস ৩.৩০

৬ জুলাই শ্রীলঙ্কা-ভারত হেডিংলি ৩.৩০

৬ জুলাই অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ওল্ড ট্রাফোর্ড ৬.৩০

সেমিফাইনাল:

৯ জুলাই প্রথম দল-চতুর্থ দল ওল্ড ট্রাফোর্ড ৩.৩০

১১ জুলাই দ্বিতীয় দল-তৃতীয় দল এজবাস্টন ৩.৩০

ফাইনাল:

১৪ জুলাই সেমির দুই জয়ী দল লর্ডস ৩.৩০