বড় কোন পরিবর্তন ছাড়াই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে খেলোয়াড়দের নাম জানালেন মিনহাজুল আবেদী নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সমন্বয়ে নির্বাচক কমিটি। এই স্কোয়াডে যায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। বিশ্বকাপের স্কোয়াডে প্রত্যাশিত ভাবেই রয়েছেন বড় সব তারকা। এই স্কোয়াডে দুই একটা চমক। সেই চমক হলেন আবু জায়েদ রাহি।
গুঞ্জনকে সত্যি করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত বিশ্বকাপের দল কেমন হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে ছিল না ইমরুল কায়েসের নাম। তারপর থেকেই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত পাপনের ইঙ্গিতই সত্যি হল। জায়গা পেলেন না ইমরুল। এই তালিকায় বাদ পড়েছেন পেসার তাসকিন।
১৫ সদস্যের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ৭ জন। বাকি ৮ জনের আগেও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। তবে এরমধ্যে চমক হল- পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছেন মোসাদ্দেক হোসেন। সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বল হাতে বড় ভূমিকা রাখতে পারেন কখনো বিশ্বকাপ না খেলা মোসাদ্দেক। তাই তাকে দলে নেওয়া।
এ বিষয়ে নান্নু বলেন, ‘আমরা একটা অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে। রিয়াদের কাঁধে চোট আছে, বোলিং নাও করতে পারে। এটা চিন্তা করে ব্যাকআপ হিসেবে স্পিন অলরাউন্ডার সৈকতকে নেওয়া।’
এদিকে, বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়ে বিশ্বকাপে সেই টিম ইন্ডিয়ার বিপক্ষেই ভালো কিছু করে দেখাতে মুখিয়ে মোসাদ্দেক।
তিনি বলেন, বিশ্বকাপে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে খেলা নিয়ে ছোটবেলা থেকেই মনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। আমার কাছে প্রতিবেশী দলটির সঙ্গে ম্যাচই বেশি উত্তেজনার মনে হয়।
মোসাদ্দেক বলেন, যখন থেকে খেলা শুরু করি তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। সবারই বড় টুর্নামেন্টে ফোকাস থাকে। আমিও সেইভাবে চিন্তা করেছি, একদিন বিশ্বকাপে খেলব, দেশের জন্য কিছু করব। আমি ১৫ জনের দলে আছি। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।