সাভারের আশুলিয়ায় বৈশাখী উৎসবের পোশাক কিনে না দেয়ায় অভিমান করে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত কিশোরীর নাম আদরী কুমারী (১৪)। সে আশুলিয়া গোরাট এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে লালমনিরহাট সদর উপজেলার কামিনী রায়ের মেয়ে।
রবিবার (১৪ এপ্রিল) রাতে আশুলিয়ার গোরাট এলাকার আনা মিয়া মণ্ডলের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিয়ে আশুলিয়া এসআই মশিউর রহমান নয়ন জানান, বৈশাখী উৎসব উপলক্ষে বাবা-মার কাছে পোশাকের জন্য বায়না ধরে আদরী। কিন্তু গার্মেন্টকর্মী মা ও মানসিক ভারসাম্যহীন দরিদ্র বাবার পক্ষে মেয়েটির বায়না পূরণ করা সম্ভব হয়নি। রবিবার বিকালে সবার অগোচরে অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। পরে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, দরজা ভেঙ্গে আদরীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আদরীর মরদেহ রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।