ব্যর্থতার বৃত্তেই ঘুড়পাক লিটন দাসের

ব্যাটে হাসি নেই। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তাদের থাকা নিশ্চিত। অথচ তারাই একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন।

বাংলাদেশ দলের ওপেনিংয়ে লিটন দাস অনেকটাই নিশ্চিত। সেই লিটন দাস আজকেও আউট হলেন মাত্র ২৪ রান করেই।

লিজেন্ড অব রুপগঞ্জের বিশাল রান তাড়া করতে নেমে দলীয় ৪১ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করে শুভাশিষ রায়ের বলে আউট হন তিনি।

এর আগে আবহানীর হয়ে খেলতে নামা সৌম্য সরকারও হয়েছেন ব্যর্থ। তিনি আউট হয়েছিলেন মাত্র ২ রান করেই।