প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল ব্রাজিলিয়ান শো দেখলো বাংলাদেশের ফুটবল ভক্তরা। দুই ব্রাজিলিয়ানের নৈপুন্যে জয় পেয়েছে দুই দল।
নোয়াখালিতে আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা আলেক্স রাফায়েল এবং ময়মনসিংহে আলো ছড়িয়েছেন এভারটন সুজা সান্তোস।
নোয়াখালির শহীদ ভুলু স্টেডিয়ামে বিজেএমসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে শেখ রাসেল। এই ম্যাচে রাসেলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফায়েল।
অন্যদিকে ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলিয়ান তারকা এভারটনের গোলে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তার একমাত্র গোলে আরামবাগকে হারিয়েছে ব্রাদার্স। ৭৪ মিনিটে গোছানো একটি আক্রমণের পর বক্সের ভেতর থেকে এভারটনের কোনাকুনি শটে ১-০। লিগে ৯ ম্যাচ পর জয়ের মুখ দেখেছে দলটি।