সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ভালদিরাম কাটানো ডি মোরাইসের মৃত দেহ সাও পালোর একটি রাস্তায় পাওয়া গেছে। এক সময়ের ব্রাজিলিয়ান লিজেন্ড রোমারিওর সতীর্থ এই তারকাকে হত্যা করা হয়েছে। তার বয়স মাত্র ৩৬।
সন্দেহভাজন তিন হত্যাকারীকে আটক করেছে পুলিশ।
১৩ বছর আগেও ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামার দারুণ প্রতিভাবান একজন খেলোয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মোরাইস। তখন সে রোমারিওর সতীর্থ ছিল। রোমারিও তখন তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছিলেন।
২০০৬ সালে ব্রাজিলিয়ান লিগের শীর্ষ গোলদাতাও হয়েছিলেন তিনি। কিন্তু মাঠের বাইরে নিজের অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য ব্রাজিলিয়ান মিডিয়ায় তার ডাক নাম হয়ে উঠেছিল ব্যাড বয়।
২০০৭ সালের পর যসে ১৮টি ভিন্ন ভিন্ন ক্লাবে ফুটবল খেলেছে। সেটাও ২০১১ সালের মধ্যেই। কিন্তু কোনটাতেই তার টিকে থাকা হয়নি কেবল মাত্র মাঠের বাইরে খারাপ আচরণের কারণে।
২০১৭ সালে তার আরেকটি সুযোগ আসে নিজেকে মেলে ধরার। ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়া তাকে সেই সুযোগটি দিয়েছিল। কিন্তু এবার কোচ, সতীর্থের সাথেই মারামারি করে ক্লাব ছাড়তে হয় তাকে। সব শেষে তার জীবনের সমাপ্তিটা হল রাস্তায় যেখানে তাকে পাওয়া যায় মৃত অবস্থায়।