কিছুদিন আগেই ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছিলেন ডেভিড নেরেস। আর সেই ম্যাচে বদলি হিসেবে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন এই তারকা। কোচ টিটের মন জয় করে নিয়েছেন তিনি।
তবে টিটের মন এই ম্যাচ দিয়ে জয় করলেও ডেভিড নেরেস বড় বড় ক্লাব গুলোর দৃস্টি কেড়ে নিয়েছিলেন আগেই। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারানো ম্যাচে একটি গোল করেছিলেন তিনি।
এছাড়াও আয়াক্সের হয়ে নিয়মিতই গোল পাওয়া এবং দারুণ খেলা নেরেসকে এবার পাওয়ার জন্য মরিয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। কেননা, তাদের তারকা রিচারলিশনকে কেনার জন্য চেষ্টা করছে লিভারপুল। আর সেখানেই রিচারলিশনের অভাব পূরনের জন্য নেরেসকে চাচ্ছে তারা।
অন্যদিকে পিএসজি এবং নতুন ভাবে দল সাজানো এসি মিলানও চোখ রেখেছে নেরেসের প্রতি।
ডেভিড নেরেসের বর্তমান ক্লাব আয়াক্স অবশ্য জানিয়ে দিয়েছে ৪৫ মিলিয়ন ইউরো হলেই কেবল বিক্রি করা হবে এই তারকাকে।