ভারতীয় নির্বাচকরা পাগল নাকি

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে গতকাল। আর এই ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্টের। ভারতীয়রা আস্থা রেখেছে দিনেশ কার্তিকের উপরই।

দুর্দান্ত ফর্মে থাকা পান্টকে স্কোয়াডে না রাখায় চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছে। সেই সমালোচনা করতে গিয়েই ভারতীয় নির্বাচকদের পাগল বললেন মাইকেল ভন।

তিনি বলেন, “বিশ্বকাপ স্কোয়াডে পান্ট নেই? ভারতীয়রা পাগল নাকি?”

তবে শুধু ভনই নয়, “সমালোচনা করেছেন সুনীল গভাস্কারও। তিনি বলেন, সে দারুণ ফর্মে আছে। তার ব্যাটিং দারুণ। কেবল আইপিএল নয়, আগেও সে এমনই ব্যাটিং করেছে। সে খুব ভালো বিকল্প হতে পারত এবং তার দলে থাকাটা প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে কাজে আসত। শীর্ষ ছয়ে সে দারুণ বিকল্প হতে পারত।”