ঘোষণা অনুযায়ী আজ ১৫ এপ্রিল ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। এই দলে রয়েছে বিশাল চমক। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন দিনেশ কার্তিক এবং ভিজয় শঙ্কর। কিন্তু জায়গা হয়নি আম্বাতি রাইডু এবং রিশাব পান্টের।
এছাড়াও দলে রয়েছে আরেকটি চমক। নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিনের জায়গা হয়নি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে।
পেসার হিসেবে দলে আছেন জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি। এছাড়াও স্পিনার হিসেবে আছেন রবিন্দ্র জাদেজা, কুলদ্বিপ যাদব এবং যুবেন্দ্র চাহাল।
ভারতের বিশ্বকাপ দল: ভিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেদার যাদব, ধোনি, হার্ডিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, কুলদ্বিপ যাদব, যুবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, ভিজয় শঙ্কর, লুকেশ রাহুল, দিনেশ কার্তিক।