ভারতের তিহড় জেল সুপারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এক মুসলিম বন্দিকে মারধর করেছেন। মুসলিম সেই বন্দিকে না খাইয়ে রেখে গরম রড দিয়ে পিঠে লিখে দিয়েছেন ‘ওম্’।
শুক্রবার (১৯ এপ্রিল) এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই বন্দি।
জানা গেছে, নাবির নামে এক বন্দি অস্ত্র সরবরাহের এক মামলায় জেল খাটছেন। তাকে দিল্লির এক আদালতে এদিন হাজির করা হয়। সে সময় তিনি বিচারকের সামনে পিঠের জামা তুলে দেখান, তখন দেখা যায় প্রায় ছয় ইঞ্চি জায়গায় লিখে দেওয়া হয়েছে ‘ওম্’ মন্ত্র।
তবে বিষয়টি জেল কর্তৃপক্ষ অস্বীকার করেছে। তাদের দাবি, যদি কারও গায়ে জোর করে কিছু লেখা হয়, তাহলে ‘ওম্’ শব্দটি অত নিখুঁতভাবে ফুটে উঠত না।
এদিকে দিল্লির কারকারদোমা আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি ডেপুটি ইনস্পেকটর জেনাররেল অব প্রিজন ওই ঘটনার তদন্ত করবেন। দুইদিনের মধ্যে তিনি কোর্টকে রিপোর্ট দিয়ে জানাবেন, কী হয়েছিল।
বিচারক আরও নির্দেশ দিয়েছেন যে, সিসিটিভির ফুটেজ দেখে ও জেলের অন্য বন্দিদের জিজ্ঞাসা করে জানতে হবে কী হয়েছিল। অভিযোগকারী বন্দি যাতে জেলে নিরাপদে থাকেন, তারও ব্যবস্থা করতে হবে।