মাঠে নামছে দিল্লি-রাজস্থান, দু’দলের সম্ভাব্য একাদশ

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ২২ এপ্রিল (সোমবার) দিনের একমাত্র ম্যাচে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।

এরই মধ্যে পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা করে নিয়েছে দিল্লি। তাদের সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে উঠার। অন্যদিকে আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ দিল্লিকে হারাতে হবে রাজস্থানের।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ দেখে নিন-

রাজস্থান রয়্যালস একাদশঃ আজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), রিয়ান পরাগ, অ্যাস্টন টার্নার, স্টুয়ার্ট বিনি, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নি।

দিল্লি ক্যাপিটালস একাদশঃ পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, শারফেন রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, অমিত মিশ্রা, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, সন্দীপ লামিচানে।