মাঠে নেমেই কাঙ্খিত মাইলফলক স্পর্শ করলেন কোহলি

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ শুক্রবার (৫ এপ্রিল) একমাত্র ম্যাচে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই ম্যাচে দারুণ এক মাইলফলক সামনে দাঁড়িয়ে ছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

আজ কলকাতার বিপক্ষে ১৭ রান করতে পারলেই টি-টোয়েন্টিতে ৮০০০ রান পূর্ণ করার রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন কোহলি। আর মাঠে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি ২৭ রানে অপরাজিত আছেন।

এদিকে এই মাইলফলক ভারতীয়দের মধ্যে সবার আগে স্পর্শ করেছেন সুরেশ রায়না। এবার দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।