এবার ‘মার্কিন সেন্ট্রাল কমান্ড’ ‘সেন্টকম’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। এর আগে তেহরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তি করে যুক্তরাষ্ট্র। জবাবে ইরানের পার্লামেন্ট সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সেন্টকম-এর আওতাধীন বাহিনী, সংগঠন, প্রতিষ্ঠান সন্ত্রাসী হিসেবে গণ্য হবে।
গত সপ্তাহে ইরানের সামরিক বাহিনী বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। জবাবে এ সিদ্ধান্ত নিল তেহরান। আর সেন্টকম-কে যারা সামরিক বাহিনী, গোয়েন্দা তথ্য, আর্থিকসহ যেকোনো ধরনের সহায়তা করবে তাদেরকে সন্ত্রাসবাদে মদদদাতা হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে।
বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে তাদের দখলদারি এবং আগ্রাসনের ক্ষেত্রে ইরানকে অন্যতম হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই অতীতের মতো ইসরাইলের স্বার্থ রক্ষায় এসব করছে ওয়াশিংটন।
উল্লেখ্য, ইরানের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার পর থেকেই তেহরানের ওপর একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন।