মুম্বাই একাদশে আসছে পরিবর্তন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকে রয়েছে একটি ম্যাচ। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮:৩০ মিনিটে।

এই ম্যাচে মুম্বাইর একাদশে আসবে পরিবর্তন। দলটির তারকা আলজারি জোসেপ ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরি তাকে আইপিএল থেকেই ছিটকে দিয়েছে।

তার জায়গায় দলে আসবেন লাসিথ মালিঙ্গা। অন্যদিকে জেসন বেহরেনডফের পরিবর্তে দলে আসতে পারেন মিশেল ম্যাকক্লেনগান।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদব, কাইরেন পোলার্ড, হার্ডিক পান্ডেয়া, ইশান কিষান, ক্রুনাল পান্ডে, রাহুল চাহার, মিশেল ম্যাকক্লেনগান/বেহরেনডফ, বুমরাহ, মালিঙ্গা।