রঙ বদলে সুপ্রভাত এখন আকাশ

রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী। আর এক দিন পরই এ পরিবহনের বাস রঙ বদলে ‘সম্রাট’ নাম নিয়ে চলেছে গাজীপুরে। দেশের একটি দৈনিকে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর এ প্রচেষ্টা ভেস্তে যায়।

তবে এবার আরেক দফা সুপ্রভাত পরিবহনের বাসগুলোর রঙ বদলে নতুন নাম দেয়া হয়েছে আকাশ এন্টারপ্রাইজ। এটি এখন চলাচল করছে গাজীপুরা থেকে ঢাকার সদরঘাট পর্যন্ত।

শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা ডেমরার আমুলিয়া মডেল টাউনে সরেজমিন সুপ্রভাত পরিবহনের নাম পরিবর্তনের বিষয়টি দেখা যায়।

মডেল টাউনে গিয়ে দেখা যায় কিছু বাসের পুরনো রঙ তুলে ফেলার কাজ চলছিল এবং বাসের নতুন নাম আকাশ এন্টারপ্রাইজ লেখা হচ্ছিল। গত দুই সপ্তাহ ধরে এখানে বাসগুলোর রঙের কাজ চলছে।

এ পরিবহনের অর্ধশত বাসের অনুমতি থাকলেও প্রায় সাড়ে তিনশ’ বাস প্রতিদিন ঢাকা থেকে গাজীপুরা চলাচল করেছে। আকাশ এন্টারপ্রাইজের বৈধ কাগজপত্র থাকায় বাসগুলোর নাম আকাশ লেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসচালক ও তাদের সহকারীরা জানান, সুপ্রভাত বাস সার্ভিসটি সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত চলাচলের অনুমতি ছিল। পরিবহন শ্রমিক নেতারা প্রভাব খাটিয়ে গাজীপুর মহানগরের গাজীপুরা পর্যন্ত নিয়মিত চলাচল করাচ্ছিলেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।