কেউ কি বলবে সে এক বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল? কেউ কি বলবে সে ইনজুরিতে পড়েছিল এই সময়ে? বলার সুযোগ কই। নিষিদ্ধ থাকা ওয়ার্নারের ব্যাটই যে তলোয়ার হয়ে বসে আছে এবারের আইপিএলে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের নামটি তাই ডেভিড ওয়ার্নার। ৯ ম্যাচে তার রান ৫১৭। আইপিএলে এবারের আসরে সর্বপ্রথম ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন একটি। হাফসেঞ্চুরি করেছেন ৬টি। স্ট্রাইক রেটও ছিল ১৪৮.৮৫।
ওয়ার্নারের পর এই তালিকায় আছেন তারই সতীর্থ জনি বেয়ারস্টো। ৯ ম্যাচে তার রান ৪৪৫। তারও সেঞ্চুরি রয়েছে একটি। হাফসেঞ্চুরি করেছেন ২টি। তার স্ট্রাইক রেট ১৫৮।
এবারের আইপিএলে আর একজনই এখন পর্যন্ত ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস গেইল। তার রান ৪২১। এখনো পর্যন্ত সেঞ্চুরি করতে পারেনি এই তারকা। করেছিলেন সর্বোচ্চ ৯৯ রান। অর্ধশতক করেছেন ৪টি। স্ট্রাইক রেট ১৫৯.৪৬।
তালিকার চারে আছে লুকেশ রাহুল। রান করেছেন ৩৯৯। পাঁচে আছে কলকাতার আন্দ্রে রাসেল। করেছেন ৩৯২ রান।
ভিডিওটি দেখতে ক্লিক করুণ এখানেই