রান তোলায় সবচেয়ে এগিয়ে কলকাতা, পিছিয়ে চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজকের দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি শুরু হবে বিকাল ৪:৩০ মিনিটে।

পয়েন্ট তালিকায় সবার উপরে আছে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স রান তোলায় সবার থেকে এগিয়ে। সবগুলো দলের চেয়ে বেশি দ্রুত রান তুলেছে কলকাতার ব্যাটসম্যানরা। গড়ে তাদের রান তোলার হার ওভার প্রতি ৯.১৮ করে যা সর্বোচ্চ।

এদিকে চেন্নাই সুপার কিংস আবার সবার নিচে আছে। তাদের রান তোলার গড় ৭.০৯।

কলকাতা নাইট রাইডার্স আবার একটি দিক দিয়ে পুরো অর্ধেক পিছিয়ে আছে চেন্নাই সুপার কিংস থেকে। আইপিএলে কলকাতা এখন পর্যন্ত প্রতিপক্ষের মাত্র ২৫টি উইকেট তুলে নিতে পেরেছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস প্রতিপক্ষের ৫০টি উইকেট তুলে নিয়েছে এই মৌসুমে।