২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের দলের প্রতিপক্ষ হয়েছে লাওস। বুধবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ।
বাছাই পর্বের প্রথম পর্বের লড়াইয়ে বাংলাদেশ ছাড়াও লড়াই করবে মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, ভুটান, মঙ্গোলিয়া, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলংকা। ‘এ’ ও ‘বি’ দুই পটে রেখে ভাগ করা হয়েছে কাদের বিপক্ষে খেলবে কারা। আগামী জুনের ৬ তারিখ হবে প্রথম লেগ। পরে ১১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় লেগ।
বাংলাদেশ এর আগে লাওসের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিল। সেখানে বাংলাদেশের কোন জয় নেই। প্রথমবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০০৩ সালের ২৭ মার্চ। সেবার এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে।
তবে সর্বশেষ ২০১৮ সালে লাওসের বিপক্ষে এক প্রীতি ম্যাচে বাংলাদেশ ড্র করেছিল। ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে।