লিপুর পছন্দের বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে বড় চমক

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৮ এপ্রিল দল ঘোষণা করবে বাংলাদেশ।

তবে এর আগেই নিজের পছন্দের বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। সেই স্কোয়াডে জায়গা পাননি ইমরুল কায়েস ও পেসার তাসকিন আহমেদ।

এছাড়াও তিনি তার স্কোয়াডে রাখেননি শফিউল ইসলাম ও ইয়াসির আলি রাব্বিকে। তবে তার স্কোয়াডে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

লিপুর পছন্দের বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।