শতভাগ সাফল্য তুলে নিয়েই তাদের মুখ বন্ধ করতে চাই : মিচেল স্টার্ক

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এরপর ইংল্যান্ডের মাটিত তাদের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বলতে গেলে ইংলিশদের ডেরায় অনেকদিন অবস্থান করতে হবে অজিদের।

আর সেখানে ইংলিশদের হারিয়ে ইংলিশ ভদ্রলোক ও ভদ্রমহিলাদের মুখ বন্ধ করে দিতে চান অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমরা ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতি এবং পরবর্তীতে অ্যাশেজ সিরিজও জিতে যাই, তবে কোনো ইংলিশ ভদ্রলোক বা মহিলা আমাদেরকে হেয় করে কথা বলতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘একদিনের ম্যাচ খেলায় বিশ্বকাপ সবার ওপরে। ব্যাপার না এটা কোথা হচ্ছে বা কারা খেলছে, সবক্ষেত্রেই ওডিআই ম্যাচ বিশ্বকাপেই শীর্ষ মর্যাদায় আসীন।’

‘একটা বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে একটা দল কতটা ভালো সেটা বোঝা যায়। দিনশেষে এখানেই আপনি নিজের সেরা দিয়ে খেলতে চাইবেন। আপনি অবশ্যই আগে ফাইনাল ম্যাচ খেলা নিশ্চিত করতে চাইবেন। তবে নিজের সেরা জমিয়ে রাখবেন শেষ মুহূর্তের (ফাইনাল) জন্য। আসলে, যেকোনো দলের সাথে সিরিজ খেলার থেকে আলাদা অর্থবহন করে বিশ্বকাপ’- যোগ করেন স্টার্ক।