শাদাবের ইনজুরিতে পাকিস্তান দলে জায়গা পেলেন যিনি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগেই বড় দুসংবাদ পেতে হয়েছে পাকিস্তান দলকে। ভাইরাসজনিত সমস্যার কারণে ইংল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না পাক অলরাউন্ডার শাদাব খানের।

শাদাবের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলেন, ‘শাদাবের রক্তের রিপোর্ট সন্তোষজনক ছিল না। যার কারণে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের জন্য নির্বাচিত দল থেকে বাদ পড়েছেন তিনি।’

তবে বিশ্বকাপের আগেই শাদাব সেরে উঠবেন বলেই জানিয়েছেন ইনজামাম। এদিকে শাদাবের বদলি ক্রিকেটারের নাম জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাদাবের পরিবর্তে ইংল্যান্ড সফরের দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।