শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত হয়েছে প্রায় দুই শতাধিক মানুষ। আর এই হামলার একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির পুলিশ।
তারা জানিয়েছে, কলম্বোর গ্র্যান্ড হোটেলে বোমা বিস্ফোরণের আগে খাবারের লাইনে দাড়িয়েছিল হামলাকারী। এরপর যেই মুহুর্তে ওই হোটেলের খাবার পরিবেশনকারী তার কাছে খাবার তুলে দিতে আসে তখনই বোমাটির বিস্ফোরণ ঘটে এবং সেখানেই মারা যায় ওই পরিবেশনকারী।
বিস্ফোরণে ঘটনাস্থলেই অনেকে নিহত হয়। এই সময় সেখানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা সেখান থেকে সরে পড়ার জন্য ছুটোছুটি করতে থাকলে অনেকে আহত হয়।
ওই হোটেলের ম্যানেজার বলেন, লাইন ধরে কাউন্টারের কাছাকাছি যায় হামলাকারী। এরপর খাবার তুলে দেয়ার সময় সে বিস্ফোরণ ঘটায় এবং তার সাথে সাথে খাবার পরিবেশনকারীও নিহত হয়।