সাইফউদ্দিনের বোলিং তান্ডব

ডিপিএলে আজকে আবহানীর হয়ে বল হাতে আগুণে তান্ডব চালিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। আর তার বোলিং তোপে প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর মাত্র ৫১ রানেই ৭ উইকেট হারিয়ে হারের জন্য অপেক্ষা করছে।

এদিন প্রথমে ব্যাটিং করে ৪৯ ওভারে ২৫১ রানে অল আউট হয় আবহানী। ব্যাট হাতে অসফল ছিলেন সাইফ। করেন মাত্র ৯ রান।

তবে বোলিংয়ে তান্ডব চালান তিনি। টানা ৬ ওভার বোলিং করে প্রতিপক্ষের মেরুদন্ড গুড়িয়ে দেন এই পেসার। এই ৬ ওভারে তার বোলিং ফিগার ছিল ৯ রানে ৫ উইকেট। প্রাইম দোলেশ্বরের প্রথম পাঁচটি উইকেটই তুলে নিয়েছেন তিনি।

সাইফের তোপে ৩৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়া প্রাইম দোলেশ্বরের উপর এরপর আঘাত হানেন সৌম্য ও নাজমুল। দুজনেই তুলে নিয়েছেন একটি করে উইকেট। ৫১ রান করতেই তারা হারিয়েছে ৭টি উইকেট।