ডিপিএলে আজকে মহাগুরুত্বপূর্ন ম্যাচে মাঠে নেমেছে আবহানী। আর এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন জাতীয় দলের তারকারা।
এদিন ওপেনিংয়ে নেমে মারাত্মক ব্যাটিং তান্ডব চালিয়েছেন সৌম্য সরকার। মাত্র ৭৯ বলে ১০৬ রান করেন তিনি। ১৫টি চার ও ২টি ছক্কা মারেন সৌম্য।
সৌম্যর পর ব্যাটিং করতে নেমে ঝড় তুলেন সাব্বির ও মিঠুন। সাব্বির ২৪ বলে করেন ৩৩ রান। মিঠুন ৩৪ বলে ৬৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা মারেন মিঠুন।