গত ৩০শে মার্চ গুলশানের ডিএনসিসি কাঁচাবাজার পুড়ে যাওয়ার পরদিন ভোরে, আগুন লাগে রাস্তার উল্টো পাশের ইমপ্লাস টাওয়ারের বেজমেন্টে। আশপাশে থাকা পুলিশ আর সাধারণ মানুষের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আসে সেই আগুন।
কিন্তু ভবনের সিসি ক্যামেরার ছবি পর্যবেক্ষণ করে মালিক ও নিরাপত্তাকর্মীরা দাবি করেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত। কারণ ঘটনার আগে পেছনের দিক দিয়ে ভবনে ঢোকে এক তরুণ। ঘটনার রহস্য উদ্ঘাটনে ওই তরুণকে খুঁজছে পুলিশ।
এ ব্যাপারে নিরাপত্তা কর্মী বলেন, ‘হঠাৎ একটি বিকট শব্দ শুনে সিঁড়ি থেকে নেমেই দেখি ভিতরে আগুন। ভবন মালিক বলেন, সিসি ক্যামেরায় দেখা গেছে একজন লোক পিছন থেকে ভবনের ভিতরে ঢুকে আনুমানিক ৬টার দিকে অগ্নি সংযোগ ঘটিয়ে বেরিয়ে যায়। এর আগে কখনো ছেলেটিকে এখানে দেখিনি।’
‘এ সময় সিসি ক্যামেরার ছবি পর্যবেক্ষণে দেখা যায়, ওইদিন ভোর ৫ টা ৫৮ মিনিটে পিছনের দিক দিয়ে ভবনে ঢোকে। কাঁধে ব্যাগ এবং হাতে স্ক্রু ড্রাইভার হাতে এক তরুণ। বেজমেন্টে নামার আগে হাত দিয়ে সরিয়ে দেয় নিচ তলার সিসি ক্যামেরা।’
এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম শাখার মুখপত্র মাসুউদুর রহমান বলেন, ‘যে আগুন লাগিয়েছিলো তাকে ধরতে সক্ষম হইনি কিন্তু আমরা কিছু তথ্য হাতে পেয়েছি। খুব তাড়াতাড়ি ধরতে পারবো।’