আফগানিস্তানের তরুণ স্পিনার রশিদ খানকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অনেকদিন ধরেই সেরা লেগ স্পিনার মনে করা হচ্ছে। তাছাড়া আফগানিস্তানের এই তরুণ স্পিনার পারফর্মও করে যাচ্ছিলেন।
তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। এদিকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে আফগান স্পিনার রীতিমতো মহা-তারকা।
এদিকে কয়েক বছর ধরে প্রতিটি লিগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছেন রশিদ। তিন মৌসুম ধরে আইপিএল খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। গত দুই মৌসুমে খেলেছিলেনও অসাধারণ। হায়দরাবাদের মুখোমুখি হলে রশিদ খানকে নিয়েই প্রথমে ভাবতে হতো দলগুলোকে।
কিন্তু এবারের আইপিএলে কেন জানি সেভাবে প্রভাব ফেলতে পারছেন না তিনি। ‘রান চেক’ দেওয়ার ব্যাপারটি সামলাতে পারলেও উইকেট তুলে নেওয়াতে প্রত্যাশার ছিটে ফোটাও মেটাতে পারছেন না রশিদ। হায়দরাবাদের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পুরো ২৮ ওভার বোলিং করে মাত্র ছয়টি উইকেট পেয়েছেন।
চলতি আইপএলে উইকেটশিকারীদের তালিকায় রশিদ খানের নামটা এখন ২১ নম্বরে! বিষয়টি বড্ডই বিস্মিত হওয়ার মতো। রশিদের উইকেট তুলে নেওয়ার ক্ষমতায় ভাটা পড়াতে হায়দরাবাদও আছে বড় বিপদে।
এদিকে শুরুটা ভালো হলেও এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে গেছে আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন দলটি। গত তিন ম্যাচের সব কটিতেই হেরেছে হায়দরাবাদ। সব মিলিয়ে সাত ম্যাচ খেলা মাত্র তিনটিতে জয় পেয়েছে হায়দরাবাদ।