শ্রীলঙ্কায় বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরতকুমার। এমনই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পত্রিকাটির অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, শ্রীলঙ্কার গ্র্যান্ড হোটেলেই অবস্থান করছিলেন প্রায় তিনশতাধিক ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী। কিন্তু ভাগ্য ভালো তার, সে হোটেল ছেড়ে বেড়িয়ে যাওয়ার পরপরই এই হামলা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে ঠিক আছেন এমন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেন, ওএমজি! শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনা ঘটেছে। আমি কলম্বোর সিনামন গ্রান্ড হোটেল থেকে বের হওয়ার পরই সেখানে বোমা হামলা হয়েছে। ঘটনাটি বিশ্বাস হচ্ছে না আমার। সৃষ্টিকর্তা সবার সঙ্গেই আছেন।