আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে যে কয়েকটি বিতর্ক হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইমরুল কায়েসের বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া নিয়ে। সৌম্য সরকার, লিটন দাস দলে জায়গা পেলেও পাননি ইমরুল।
তবে ইমরুলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস। এমনকি ইমরুল বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার যোগ্যরা রাখে এবং এর সম্ভাবনা আছে বলেই জানিয়েছেন রোডস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইমরুলকে নিয়ে আমি খুশি। আমরা যা করছি তা হল- সেরা কোয়ালিটিসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে ব্যাটিং লাইনআপকে গভীর করা, তাহলে আমরা ভালো অবস্থানে থাকব। আমরা ঘরোয়াতে কিছু ভালো ব্যাটসম্যান পেয়েছি। কিন্তু ইমরুল শীর্ষ ব্যাটসম্যানদের একজন। সে আন্তর্জাতিক পর্যায়ের দারুণ একজন ব্যাটসম্যান। এবং সে-ই দলে নেই।’
তিনি আরো বলেন, ‘ইমরুল দলে নেই মানে তার বদলে আমরা যাকে দলে নিয়েছি সেও অবশ্যই ভালো ক্রিকেটার। আমরা অনেক ভালো ক্রিকেটারকেই দলে নিতে পারিনি। ইনজুরি বা যেকোনো সমস্যার কারণে আমরা ইমরুলকে ডাকতে পারি। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি।’