নিষেদাজ্ঞা থেকে দলে ফিরেছেন স্মিথ ও ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই দুই অভিজ্ঞ তারকা।
বিশ্বকাপ স্কোয়াডে চমক বলতে পেসার জস হ্যাজলউড, অ্যাস্টন টার্নার, হ্যান্ডসকম্বের বাদ পড়া। এছাড়া বড় কোন চমক নেই দলে।
উসমান খাজাকে নিয়ে অনেক কথা হলেও সাম্প্রতিক সময়ে তার দুর্দান্ত পারফর্মেন্সের কারণে দলে টিকে গেছেন তিনি।
কিন্তু প্রশ্ন হল এই দলটির অধিনায়ক কে হবেন? স্টিভ স্মিথ নাকি সাম্প্রতিক সময়ে অধিনায়ক থাকা ফিঞ্চ?
অস্ট্রেলিয়ার নির্বাচকরা স্মিথের দিকে আর যায়নি। অধিনায়ক হিসেবে ফিঞ্চের নামই ঘোষণা করেছে তারা।