আজ সকালে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মৌলভীবাজারের বড়লেখায় নিমার মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ১৫ এপ্রিল সোমবার সকালে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে নিহত নিমার একই এলাকার মৃত জোয়াদ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নিমার কোন কাজে ঘর থেকে বের হতে চাইছিলেন। এ সময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের ওপর ভেঙে পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক।
এ ব্যাপারে সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানায়, সিলেটের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে প্রায় ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে। এছাড়া ৮টা ১৪ মিনিট থেকে ৯টার মধ্যে খুব অল্প সময়ে প্রায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে কালবৈশাখী ঝড়ে উপজেলার রুস্তুমপুরসহ বিভিন্ন এলাকায় শত শত কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘরবাড়ি ধসে পড়েছে। গাছ উপড়ে পড়েছে।